Wednesday, 21 November 2012

Prothom by Ritam Raha


প্রথম
ঋতম রাহা

শেষের সেদিন ছিল বড় ভয়ংকর
তোর চোখের দিকে ফিরে তাকানোর ইচ্ছে ছিল না আমার
তোর প্রত্যাখানে ভেবেছিলাম তোকে স্বার্থপর
কিন্তু হয়ত তুই কোনোদিনই ছিলি না আমার

ভালবাসা কাকে বলে?
বুঝতে চাস নি কোনোদিন
হয়ত আমি তোকে জানাতে চেয়েছিলাম
যদি বুঝতে চাইতিস কোনও একদিন

আজকেও মনে পড়ে তোকে
সকালের কুয়াশায়, বিকেলের আলোয়, রাতের বৃষ্টিতে
আজও তোর কথা মনে পড়লে জল আসে চোখে
সত্যি কি তোকে মন থেকে মুছে দিতে পারব কোনোদিন??



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment:

  1. Prothom prem kokhono bhola jai na, bhulbar bhan kora jete pare....... bhalo laglo, chaliye jao....

    ReplyDelete