মহাজগৎ
দেবাশিস
সেন
বিকলাঙ্গ
কাল রাত্রি-
স্বপ্ন
দেখি রঙ্গীন বারিধারা,
তাতে
ক্রীড়ারত উন্মত কিছু পাঁকাল
মাছেরদল
বারংবার
আঘাত হানছে
সদ্য
যুবতীর লজ্জাতে-
নিস্পাপ
যুগ্ম ঊরুদেশ হতে ঝড়ে পড়ছে
রঙ্গীন বারীধারা।
মহাজগতের
রঙ আজ লাল
তাতে
ক্রীড়ারত উন্মত্ত কিছু পাঁকাল
মাছেরদল,
দূরে
আবিরাম বেজে চলেছে শঙ্খ-উলুধনী
সেই
শব্দে ম্লান হয়ে গেছে
সদ্য
যুবতির নষ্টরাগ,
পুজিত
হচ্ছে যে সেওতো সদ্য যুবতী!
স্বপনে
রঙ্গিন বারিধারা,
তাতে
ক্রীড়ারত উন্মত্ত কিছু পাঁকাল
মাছেরদল
ঘুম
ভেঙ্গে যায় কাঁসার বাসন পড়ার
শব্দে।
No comments:
Post a Comment