চল যাই
হারিয়ে
ইন্দ্রনীল
ব্যানার্জী
নীলকন্ঠি রাতের কুয়াশায়
আমার মনের মালসায়
জমে আছে গত রাতের শিউলি গন্ধ
নীলকন্ঠি রাতের কুয়াশায়
আমার মনের মালসায়
জমে আছে গত রাতের শিউলি গন্ধ
খোলা
পিঠ গম গন্ধ
আলতা পায়ে নুপুরের অভিমান ।
মসৃন রাতের মার্বেল মেঝেতে
আলতো শুয়ে থাকা প্রেমের শব্দ বিন্যাস
স্মৃতির পাতায়
সাজানো আছে সযত্নে আজও।
অথৈ সাগরের গহীন ঢেউ এর উঠানামায়
অনু জীবন আজ জেগেছে
তন্বী দেহে
চাকের মধু আহরণে
মধুকর এসেছে শ্রাবনে।
বিরহের বেদনাবিন্দু মুছে
চল যাই হারিয়ে
দূর থেকে বহু দুরে
নতুন এক পৃথিবীতে।
আলতা পায়ে নুপুরের অভিমান ।
মসৃন রাতের মার্বেল মেঝেতে
আলতো শুয়ে থাকা প্রেমের শব্দ বিন্যাস
স্মৃতির পাতায়
সাজানো আছে সযত্নে আজও।
অথৈ সাগরের গহীন ঢেউ এর উঠানামায়
অনু জীবন আজ জেগেছে
তন্বী দেহে
চাকের মধু আহরণে
মধুকর এসেছে শ্রাবনে।
বিরহের বেদনাবিন্দু মুছে
চল যাই হারিয়ে
দূর থেকে বহু দুরে
নতুন এক পৃথিবীতে।
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
bah bah besh bhalo laglo..........
ReplyDelete