পারিবে
না যেতে
রাজগোখরো
যে কেএফসি
ম্যাকডোনাল্ড–রে মারিয়াছে
লাথ,
বুঝিবে
না কেউ তাহার মনের আঘাত।
যে আঘাতের
মাঝে লুকায়ে আগ্নেয়গিরি,
ফুটিয়া
উঠে লাভা উগলাইছে ঝিরি ঝিরি।
উত্তপ্ত
হৃদয় শান্তির খোঁজে যেতে চায়,
তবে
‘চলে যাবো’ বললেই কি যাওয়া
যায়।
হৃদয়ের
উথালপাথাল সামলাইবে কে রে,
যাবো
বললেই যাওয়া যায় না সকলেরে
ছেড়ে।
এতো শুধু
মুখে বলা কিছু কলতান,
হৃদয়ে
তাকায়ে দেখো – লুকায়ে আছে
পিছুটান...।।
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
utoptto hridoy shantir khoNje jete chay,
ReplyDeletetobe 'chole jabo' bollei ki jaowa jay.....
khub sundor bolecho, bhalo laglo besh....