Wednesday, 21 November 2012

Paribe na Jete by Rajgokhro


পারিবে না যেতে
রাজগোখরো

যে কেএফসি ম্যাকডোনাল্ড–রে মারিয়াছে লাথ,
বুঝিবে না কেউ তাহার মনের আঘাত।

যে আঘাতের মাঝে লুকায়ে আগ্নেয়গিরি,
ফুটিয়া উঠে লাভা উগলাইছে ঝিরি ঝিরি।

উত্তপ্ত হৃদয় শান্তির খোঁজে যেতে চায়,
তবে ‘চলে যাবো’ বললেই কি যাওয়া যায়।

হৃদয়ের উথালপাথাল সামলাইবে কে রে,
যাবো বললেই যাওয়া যায় না সকলেরে ছেড়ে।

এতো শুধু মুখে বলা কিছু কলতান,
হৃদয়ে তাকায়ে দেখো – লুকায়ে আছে পিছুটান...।।



 
Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment:

  1. utoptto hridoy shantir khoNje jete chay,
    tobe 'chole jabo' bollei ki jaowa jay.....

    khub sundor bolecho, bhalo laglo besh....

    ReplyDelete