Wednesday, 21 November 2012

Magoj Mitar


মগজ মিটার
গার্গী দাস

সবজান্তা (Quiz)

মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় পাখি এটি প্রেসিডেন্টের সিলমোহরেও থাকে পাখিটির ছবি কোন পাখি ?
ইবন বতুতায় বর্ণনায় কোন ফলের উল্লেখ পাওয়া গিয়েছেমোগাদিশুনামে ?
কোন পাখির ঝাঁককে ইংরেজিতেপার্লামেন্টবলা হয় ?
মহাকাশযানডিসকভারি১৯৯০ সালে এটিকে মহাকাশে নিয়ে গিয়েছিল কোন জিনিস ?
এদের মধ্যে কোনটি মাংসাশী ডাইনোসর নয়স্টেগোসরাস, স্পিনোসরাস, না জাইগাণ্টোসরাস ?



 
গত সংখ্যার (শ্রাবণ-আশ্বিন) কুইজ এর সঠিক উত্তরঃ

) স্বাধীনতা সংগ্রামের সময় প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
- ডঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ 
) কার আমলে ভগত সিং এর ফাঁসি হয়?
- লর্ড আরউইন (Lord Arwin; 3rd April, 1926 to 18th April, 1931)
) কোন মহাদেশে সবচেয়ে বেশি স্থলভাগ?
- এশিয়া (২৯. %)
) ঘানা দেশটির প্রধান নদী কি?
- ভলটা নদী 
) কোন প্রাণীর চোখ সবথেকে বড়?
- জায়েন্ট স্কুইড (প্রায় ১০")


সঠিক উত্তরদাতার নামঃ
*পৌষালী পাল



কুইজের উত্তর সুডোকু এর সমাধান আগামী ৩১- ডিসেম্বর, ২০১২ তারিখের মধ্যে আমাদের মেল আই.ডিতে পাঠিয়ে দিন

আমাদের মেল আই.ডি-


সঠিক উত্তর দাতার নাম পরের সংখ্যায় ঘোষণা করা হবে



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment