মনকথা
সৌম্য
চক্রবর্তী
মনের কোনে জমা কিছু সেই
সেই পুরানো দিনের স্মৃতি
কণ্টকিত পথে চলতে গিয়ে হয়
রক্তাক্ত বিস্মৃতি
শ্যামল সবুজ প্রকৃতির মাঝে ছূটে চলা অবিরাম
আর ঘর্মাক্ত কলেবরে চলে লালেরই অভিযান ।
একাকীত্ব যখন বেঁধেছে আমায়
নিস্তব্ধতার কলেবরে ।
ছূটে তখন গিয়েছি ঐ
শৈশবের কুটির ঘরে ।
আজও যখন বাদল ধারায়
সিক্ত হয় দুটি চোখ
দূরে কি কেঊ খোঁজে আমায়
বলে কি তোর মনে, নেই কেনও কোন সুখ ?
সুখের হদিশ চাইনি আমি,
নিজেকে করেছি সর্বস্বান্ত ।
দিনের শেষে একাকীত্বে
আমি যে আজ বড়ই ক্লান্ত
হয়েছি আমি ব্যাবহৃত
জীবন করেছে কণ্টকিত ।
দিনের শেষে দুয়ারে বসে
গাই যে সেই গান,
যে গান যোগায় আমায়
বেঁচে থাকার জীবন মান ।
দিনের শেষে তুলসী তলায়
দেখায় কেউ সান্ধ্য প্রদীপ ।
ভাটিয়ালী গান গেয়ে পথ চলা
আমি যে এক সর্বহারার সৈনিক।।
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
ha ha ha........... besh besh lal selam janalam bhai.........
ReplyDelete