Wednesday 21 November 2012

Monkotha by Soumya Chakraborty


মনকথা
সৌম্য চক্রবর্তী

মনের কোনে জমা কিছু সেই 
সেই পুরানো দিনের স্মৃতি  
কণ্টকিত পথে চলতে গিয়ে হয় 
রক্তাক্ত বিস্মৃতি  
শ্যামল সবুজ প্রকৃতির মাঝে ছূটে চলা অবিরাম 
আর ঘর্মাক্ত কলেবরে চলে লালেরই অভিযান । 

একাকীত্ব যখন বেঁধেছে আমায় 
নিস্তব্ধতার কলেবরে । 
ছূটে তখন গিয়েছি ঐ 
শৈশবের কুটির ঘরে । 

আজও যখন বাদল ধারায় 
সিক্ত হয় দুটি চোখ 
দূরে কি কেঊ খোঁজে আমায় 
বলে কি তোর মনে, নেই কেনও কোন সুখ ?
সুখের হদিশ চাইনি আমি,
নিজেকে করেছি সর্বস্বান্ত । 
দিনের শেষে একাকীত্বে 
আমি যে আজ বড়ই ক্লান্ত 
হয়েছি আমি ব্যাবহৃত 
জীবন করেছে কণ্টকিত । 
দিনের শেষে দুয়ারে বসে  
গাই যে সেই গান,
যে গান যোগায় আমায়  
বেঁচে থাকার জীবন মান । 
দিনের শেষে তুলসী তলায় 
দেখায় কেউ সান্ধ্য প্রদীপ । 
ভাটিয়ালী গান গেয়ে পথ চলা 
আমি যে এক সর্বহারার সৈনিক।।



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment:

  1. ha ha ha........... besh besh lal selam janalam bhai.........

    ReplyDelete