পারবে
কি??
সোমরাজ
দেব
বলো
পারবে কি দিতে,
সম্পূর্ণ
শর্তহীন এক সম্পর্কের স্বাদ?
যদি
পারো, তাহলে এমনকি
ক্রীতদাসত্বও
স্বেচ্ছায় মেনে
নিতে পারি।
কিন্তু
দেনা-পাওনার
নিরিখে সম্পর্ক স্থাপন,
আমার
কাছে এক ব্যার্থ প্রচেষ্টা
জেনো।
রক্তের
বিনিময়ে স্বাধীনতা কিনতে
রাজী থাকলেও,
নিখরচায়
আজীবন ভরণপোষণের প্রতিশ্রুতির
বদলে,
জীবনসাথী
নামের রন্ধনপটু নারীশরীর,
কিনতে
রাজী নাও থাকতে পারি।
পারবে
কি তুমি,
আমার
সাথে ভিড় মিনিবাসে সওয়ার হতে?
আইনক্স
না হলেও
নিদেনপক্ষে
নন্দনের সিটে বসতে?
আমার
ক্ষমতা এইটুকুই...
বাসের
ঠেলাঠেলি আর
গাদাগাদিতে তোমায়
আগলে রাখার,
কিম্বা
খুদ্র খুদ্র তোমার ইচ্ছেগুলোকে
সাধ্যমতো
মেটাবার।
তুমি
সিরিয়াল দেখতে ভালোবাসো?
আমি TV
ছেড়ে দেবো
খেলার
রেজাল্ট তো কালও পাওয়া যাবে,
খবরও তাই
অফিস
থেকে ফিরে নাহয়,
একটু
গান শুনেই জিরিয়ে নেবো...
আইস্ক্রীম
খেতে ভালোবাসো?
আজ নাহয়
সিগারেট নাইবা খেলাম,
ছোট হলেও
সেই টাকাতেই
একটা
‘কোন' নিয়ে এলাম...
কিন্তু
এটাই যদি না পারি-
কোনও
ডেজার্ট রূপে দিতে?
কেতাদুরস্ত
তিনকোর্সে খরচের ভয় পেলেও,
সপ্তাহে
একদিন বাড়ীতে মাটন খাওয়াতে
পারি...
বলো,
মানতে পারবে কি তাতে?
যদি না
পারো, তবে বিনম্র
বিদায়!!
আমি
আমারটা ছাড়তে পারি,
কিন্তু,
তারপরে কিইবা থাকতে
পারে আর!
যা তোমায়
দিতে পারি ??
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
apurbo chinta-dhara....just speechless....keo jodi sotty e ai sorto gulo niye egoy...chokh bondho kore mene neoya uchit...5takar ice cream ba nandaner sit tar kache sokol chaoyar ses houya uchit...
ReplyDeletePagol kora lekha likhechish re bhai............. ami bakrudhho....chaliye ja raj....porte eaktu deri kore fellam, kichu mone korish na.....
ReplyDelete