মন
বিশ্বরূপ
বসু
ভালো
লাগে না আজ মনে কেমন
জানি যন্তনা,
মন কি
আজ খুঁজছে কিছু, পেতে
চাইছে সান্ত্বনা।
হঠাৎ
করে আজ এ মনের হচ্ছেটা
যে কি,
পারছিনা
যে বুঝতে কিছুই কি
হারিয়েছি।
অনেকদিন
পর যে আবার মন করছে
কেমন,
দাও না
করে আমার এ মনের রহস্য
উদ্ঘাটন।
শূন্যে
মন হাতড়ে আজ কি
খোয়ানোর ভয়,
হঠাৎ
হঠাৎ এই মনের যে কি
হয়।
নিঃস্বতাকে
সাজিয়ে রেখে মনের
এক কোণে,
ধোঁয়াশাতে
মন যে কার জাল
বোনে।
কিসের
লোভে মন ছুটে যায় অজানা
সে দেশে,
কে বা
জানে কোথায় যাবে আমার
এ মন ভেসে।
ছোটো
বেলায় এ মনের নাগাল যেতো
না পাওয়া,
কল্পনাতে
ভর করে কোথায়
উড়ে যাওয়া।
বড় হওয়ার
সাথে সাথে হল
পালাবদল,
অমৃতের
থেকেও আজ বেশি
বুঝি গরল।
দানা
বাঁধল ধীরগতিতে জটিল
চিন্তাধারা,
সব্বাইকে
ছাপিয়ে যাওয়ার ইচ্ছায়
মাতোয়ারা।
এমন
ভাবেই চলতে গিয়ে দিলে
কতো আঘাত,
হারালাম
কতো বুঝতে না পারা ভালোবাসার
হাত।
আজো বয়ে
বেড়াই এমন
একাকীত্বের ভারে,
যদি কেউ
এগিয়ে এসে আবার
দুহাত ধরে।
সত্যি
বলছি সেদিন আমি খুঁজবো
আশার আলো,
সরিয়ে
দেব মনের কোণে লুকানো
যতো কালো !!!
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
bah bah besh laglo......
ReplyDelete