পাগলী
প্রসূন
মিশ্র
শরত মেঘে
ভাসছ তুমি, কাশের
বনে হাসছ তুমি
চলার
পথে কৃষ্ণচূড়া, লিখতে
বসে মনে পড়া
অন্তহীনে
মিলিয়ে গেছ, নাকি
গানের সূরে আটকে গেছ
পাগলী
তোমার সঙ্গে পাল্টে যাবো,
নতুন বিকেল দিয়ে
যাবো
বঙ্গ-ভঙ্গে
বুকটা চিড়ে আমার, পাগলী
তোরে খুঁজি
ঝোলভাতে
আজ সবই, শুধু তোরেই
আমি বুঝি
ঢেউ
খেলেছে অন্তরেতে, তলিয়ে
গেছে আমার আবেগে
পাগলী
তোরে মিলব আমি, পৌঁছে
যাবো আলোর বেগে
স্মৃতি
নিয়ে ঘুমিয়ে পড়ি, ফাঁকা
ছাদে উড়ছে ঘুড়ী
পাগলী
তোমার সঙ্গে, আমার
স্বপ্ন দেখার আড়ি
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
bah Prasun bah besh.............
ReplyDeletedhonnoybad debasish da............
DeleteThe conclusion is superb.....পাগলী তোমার সঙ্গে, আমার স্বপ্ন দেখার আড়ি
ReplyDeletethank you........; keep commenting.
Delete