Tuesday, 17 January 2012

Suveccha Barta

শুভেচ্ছা বার্তা


         “বৈশাখ থেকে চৈত্র” সব মাসেই বাঙ্গালিদের কোন না কোন উৎসব থাকে, কিন্তু আশ্বিন মাস এলেই বাঙ্গালী মনে একটা আনন্দের নতুন মাত্রা দেখা যায়, দুর্গাপূজা। নতুন নতুন জামাকাপড়ের সাথে সাথে বই এর দোকান গুলোতেও ভিড় চোখে পড়ার মত থাকে। অনেক পাঠকপাঠিকাই বসে থাকেন তাদের পছন্দের লেখক বা লেখিকার লেখা পড়ার জন্য। কিন্তু এমন কিছু মানুষজন আছেন যারা ভাল কবিতা লেখেন, ভাল ছবি আঁকেন, কেউ কেউ আছেন ভাল ছবি তোলেন কিন্তু পেটের তাগিদে তাদের অন্য কোন পেশাতে নিযুক্ত হতে হয়েছে। “ফিনিক্স পুনরুদয়” সেই সকল মানুষ কেই তুলে ধরতে চেয়েছে সকলের কাছে। আর তার প্রকাশ ঘটেছে ১০ই আশ্বিন, ১৪১৮ তে আমাদের  ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হবার সাথে সাথে। ম্যাগাজিনের সাথে সাথে দেশে এবং বিদেশের অনেকেই আমাদের ব্লগ পরিদর্শন করেছেন।

        আমরা যখন এই ম্যাগাজিন প্রকাশ করব বলে ঠিক করি তখন আমাদের সদস্য সংখ্যা খুব কম ছিল, প্রথম সংখ্যা প্রকাশের পর অনেকেই তাদের ভালোবাসার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, তাদের ভালবাসা, ভাললাগার চাহিদার জোরেই আমরা গত ৮ই কার্ত্তিক, ১৪১৮ তে  আমাদের ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশ করতে পেরেছি। প্রথম সংখ্যার মতই এটিও ছিল সব রকমের মনোরঞ্জনকারি উপাদানে ভরপুর এবং এটিও খুব দ্রুত সবার মন জয় করেছে।

        আপনাদের সহযোগিতা, ভালবাসা আর ঐকান্তিক চাহিদা পূর্ণ করতে আমরা ১লা মাঘ ১৪১৮ তে আমাদের ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা আপনাদের হাতে তুলে দিতে চলেছি। আশাকরি প্রথম ও দ্বিতীয় সংখ্যার মতই তৃতীয় সংখ্যাটিও আপনাদের মন জয় করবে।

        সকলকে জানাই ইংরাজী নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভাল কাটুক এই কামনা করি।




                                            ~গার্গী দাস   
     


শুভেচ্ছা বার্তা


বাস্তব এই জীবনে আমরা অনেক একান্ত ভালোলাগার আর ভালবাসার কিছু হারিয়ে ফেলি আবার নতুন করে পাই অনেক কিছু। কিন্তু যখন পাওয়া সব ভুলে আমরা খুঁজে ফিরি আমাদের হারিয়ে যাওয়া সব, তখনি আমরা খুঁজে পাই আমাদের সকল প্রতিভা, যেগুলো হয়ত পরিস্থিতি আর পরিবেশের চাপে হারিয়ে যাচ্ছিলো। স্কুল আর কলেজে স্বাধীন সময়টুকু সঠিক ভাবে হয়ত আমরা ব্যাবহার করতে পারিনি অনেকে, পারিনি পড়াশোনার বাইরে নিজেকে অন্যভাবে প্রকাশ করতে, কিন্তু প্রতিভা চাপা থাকেনা আর থাকতে পারে না। কোন না কোন সময় বা কোথাও না কোথাও তার প্রকাশ পাবে একদিন। আজকালকার এই সোশ্যাল নেটওয়ার্ক এর দুনিয়ায় সেই সকল প্রতিভা মুক্তি ও বিকশিত হতে চায়। তেমনি সকল প্রতিভা আর প্রতিষ্ঠিত লেখনী প্রতিভার সমন্বয় ঘটিয়েছে এই ম্যাগাজিন। আগামী দিনে শিল্প-সংস্কৃতির মহীরুহ হয়ে প্রকাশ পাবে এই ম্যাগাজিন আর প্রতিষ্ঠিত হবে ওই অচেনা লেখকগন (যারা নিজেদের কাজের ফাঁকে, পরিবারের জন্য বরাদ্দ সময় ও নিজের বিশ্রামকে উপেক্ষা করে এই ম্যাগাজিনের জন্য লিখেছেন) এমন আশা আকাঙ্খা রইল। এই ম্যাগাজিন নির্দিষ্ট সময়ান্তর প্রকাশ করার জন্য সম্পাদকগন যেভাবে রাতদিন ভুলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ভিন্নস্বাদের পাতাগুলো উপহার দিচ্ছেন তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। এই ম্যাগাজিনের পরিকল্পনা ও প্রকাশ করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন এবং পাঠককুলের কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকব।

এই ম্যাগাজিন সার্বিক সফলতা ও জনপ্রিয়তা অর্জন করুক এই শুভকামনায় সবার সঙ্গে আমিও। 


                                                           ~অরূপ আচার্য্য





To view this content you need to download and install Avro Keyboard. The link is given below-




1 comment:

  1. to view this blog you need to download and install Avro Keyboard.

    http://www.omicronlab.com/avro-keyboard-download.html

    ReplyDelete