Monday, 16 January 2012

E Nirobota by Subhasish Dutta


।। এ নীরবতা... ।।
~ শুভাশীষ দও ~

সারাটা সন্ধ্যা অঝোরে বৃষ্টি হয়ে গেছে
এখন গভীর রাত
প্রচুর শব্দের পর এখন নীরবতা
কিছুতেই কাঁদব না-এমন শপথ করে বসেছিলাম
সে কখন যে পরাজয় স্বীকার করেছে জানি না

আমার দুচোখ অঝোর ধারায় ঝরুক
পড়ুক তোমার চুলে-ঘাড়ে-অন্তরে
বৃষ্টি যেমন চুঁইয়ে পরে...
তোমার চুর্ন কুন্তল বেয়ে
মসৃন গাল কে ছুঁয়ে
চিবুক এ এসে স্থির- দ্বিধায়
ভাবি আলগোছে তুলে নিই তর্জনীতে

ভাবনাটা থেকেই যায়
কখন যে সে গর্বিত গ্রীবাকে করে দ্রুত অতিক্রম
তোমার উদ্ধত উপত্যকায় যায় হারিয়ে।
তুমি চলে গেছ অনেকক্ষন।
তোমার চোখে ও কি ছিল জল...?
সারাটা সন্ধ্যা সেই কি ঝরলো বৃষ্টি হয়ে...?

জানি না-ঝাপসা চোখে সব এলোমেলো
নিজের চেতনার পথ এতই পিচ্ছিল
পা ফেলছি নিজেই টিপে টিপে।
অসহ্য এ নীরবতা...
তাই ঝরুক বৃষ্টি- ঝরুক অক্লান্তভাবে
দিন-রাত-বছর ধরে
যতদিন না ধুয়ে মুছে সব হয়ে যায় সাফ
যতদিন না নতুন সূর্য উঁকি দেয় ভোরে।।

1 comment: