Monday, 16 January 2012

Magoj Mitar by Gargi Das


মগজ মিটার




কুইজ

১। জাপানের রায়ুকু দ্বীপে কোন মার্শাল আর্টের জন্ম হয়েছিল?
২। কোন দেশের  বিরুদ্ধে মুরলীথরন তাঁর শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন?
৩। উইন্ডোজ এক্স পি – তে ‘এক্স পি ’ কথাটি কিসের সংক্ষিপ্ত রুপ ?
৪। অর্জুন অটওয়াল নামটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
৫। সাইনা নেহওয়াল – এর প্রশিক্ষক ও একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়কে তিনি ?

সুডোকু











এখানে  ৯ টি ঘরের একটি বর্গক্ষেত্রে ১ থেকে ৯ এর মধ্যে কিছু সংখ্যা বসানো আছে ফাঁকা ঘর গুলোতে তোমাদের বাকি সংখ্যা এমনভাবে বসাতে হবে, যাতে পাশাপাশি এবং উপর - নীচে  কোনও  লাইন এ, এমনকি, ছোট ছোট বর্গক্ষেত্র গুলোর মধ্যে ১ থেকে ৯ এর মধ্যে কোন ও সংখ্যা যেন দু' বার না বসে

~~গার্গী দাস~~



কুইজের উত্তর ও সুডোকু এর সমাধান আগামী ১৫ই মার্চ’ ২০১  তারিখের মধ্যে আমাদের মেল আই.ডি- phoenix.punoruday11@gmail.com –তে পাঠিয়ে দিন। প্রত্যেক বিভাগের প্রথম তিনজন সঠিক উত্তর দাতার নাম পরের সংখ্যায় ঘোষণা করা হবে।



v আগের সংখ্যার কুইজ এর উত্তরঃ ১) জওহরলাল  নেহেরু, ২) আইসল্যান্ড, ৩) নরমেন আরনেস্ত বোরলগ, ৪) জুডোগি, ৫) মাদ্রিদ

v আগের সংখ্যার ধাঁধাঁ এর উত্তরঃ ১) বিরক্ত, ২) বিদেশ, ৩) গতর, ৪) হয়রান

v আগের সংখ্যার শব্দছক এর সমাধানঃ


প্র
জ্ঞা


দা

কা
রা
 কা

 

ব্দ
জা






তী

তা

দা
মা
লি



তা
মা

 
ন্দ্রা


সঠিক উত্তরদাতার নামঃ সুদীপ্ত ঘোষ, সোনালী মুখোপাধ্যায়





No comments:

Post a Comment