Monday 16 January 2012

Fire Dekha by Prasun Mishra


।। ফিরে দেখা ।।
~ প্রসূন মিশ্র ~

কথার পেছনে থাকে কথা, শেষ হয়েও হল না শেষ
সূর্যটা পূব আকাশে উঠেছিল, আবার পশ্চিমে অস্ত গেলো
বাসার পাখি বাসায় ফিরল, দিনের আলো নিভল, তবু ওরা ফিরল না
স্মৃতিগুলো ডাকে আমায় সকাল সন্ধ্যে, ফিরব বললেও জায়না যে ফেরা
জলন্ত সিগারেট পুরে ছাই হয়ে যাবে, তবু ওরা কিন্তু ফিরবে না
ঝাপসা হাওয়া ভরে, ঢুলু ঢুলু চোখে, আজো আমি ওদের দেখি
সবাই ওরা খেলা করে, গান ধরে, চলে ধুম শরতের মজা
আমি ভুলে যাই কি চাই, কাকে চাইতাম, কি পাই আর কাকেই পেলাম
হাসির মধ্যেও ছিল কান্না, কান্নার মধ্যেও ছিল হাসি
চেষ্টা করেও সে কিন্তু আজও বলতে পারেনি আমি তোমায় ভালোবাসি
সহজ কথা যায় না বলা সহজে, তবু সবই ছিল ইজি ব্যাপার
পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা, তবু নাম করলাম কি
বেটা হমারা এইসা কাম করেগা, ভাবি কতটাই বা করলাম
পৃথিবীটা বড় হলনা, গুগুলের হাতে বন্দী হয়ে গেল
ছেড়া চিরকুট, রঙিন চোকো, স্বপ্ন কারাগারে কয়েকটা কোড
বাজে বকা, এর ওর পেছনে পিন, এলোমেলো সব উরে যেত হাসির খেলায়
স্মৃতির পাতায় ভেসে মুখ গুলো হারিয়ে, পরে রইলাম শেষ পাতায় আমি একা
জানি ওরা আসবে, চুপি চুপি, যারা এই ব্যাচটাকে একদিন ভালবেসেছিল
হাত ধরে হাতে হাতে, আমাদের কথা গুলো সব সায়েরি হয়ে গেলো
পৃথিবী অনেক বড় ইচ্ছে হলে যাবো উরে, পারলে বৃষ্টি হয়ে যাবো অজান্তে
গোলাপের মত এই আইএলপি, জমে ওঠা নস্টালজিয়া, আর না খেলার আড়ি
রঞ্জন, অমিত, বিবেক সব চেনা মুখগুল আর সেই পরিচিত হাসি
লুকোচুরি খেলার ছলে কোথায় যে হারিয়ে গেলি, ফিরে আয় তোরা
নেই মিথ্যে স্বপ্ন, নেই মিথ্যে কথা, আসবে না সকাল, আসবি তোরা
এখন বুঝে পেরেছি তোদের নীরবতা, অনেক কিছু বলার ছিল
কথার পেছনে থাকে কথা, শেষ হয়েও হল না শেষ।।


1 comment: