।। বৃষ্টি তোর জন্য ।।
~ আশা সেন ~
বৃষ্টি,
জানি তোর বুকে জমে আছে মেঘ
কাল ধুসর
মেঘ আর জমাট বাঁধা আসা,
একদিন ঝরে
পড়বি তুই আমার মাঝে
দেখবি শুধু
তুই আমার ভালোবাসা।
তোর দেওয়া
রঙ দুই চোখে মেখে নিয়ে
হেঁটেছিলাম
হাজার আলোকবর্ষ,
তোর কথা
ভেবেছিলাম শুধুই আমি
মনে পরে তোর
সেই প্রথম স্পর্শ।
আমি
অপেক্ষার দিন গুনেছি কত যে
জমেছে মেঘ
আর জলবিন্দু রাশি রাশি,
চুপি চুপি
কত দেখেছিস আমায়,
জানিস তুই
আমি শুধু তোকেই ভালোবাসি।
তোর হাতে
হাত রেখেছিলাম জানি
উষ্ণ
আলিঙ্গন আর দীর্ঘ চুম্বন,
কৌতূহলে ভরা
দুচোখ তখন
স্বপ্ন
মায়াজাল ছিঁড়ে আসা জাগরণ।
তবু
প্রতিদিন কেন নিরব হয়ে থাকিস?
আমার কান্না
যায় তোর বৃষ্টিতে মিশে
দেখেছিলাম
আলো শূন্য বুকে তোর
শুধু তোকে,
শুধু তোকেই ভালোবেসে...
Bhalo laga janalam..............
ReplyDeletesundor..
ReplyDelete