Monday, 16 January 2012

Gaaner Opare by Fakir Badol Baul


।। গানের ওপারে ।।
~ ফকির বাদল বাউল ~



একলা বিকেল হঠাৎ যখন স্মৃতির রোমন্থনে,
দুপুর বেলার দারুন তাপের, সজল আলিঙ্গনে
সন্ধ্যেবেলার আগামী কারন, ফুল ফোটাবে আমার কানন,
রাতের অনির্বানে
যা কিছু মোর হারিয়ে যাওয়া, যত দুঃখে সকল সহা,
রাত্রি খুঁজে পাবে
একদিন ঠিক আসবে জেনো, রাতের অবসানে
আলোর টানে তোমার চোখে, যে কথা আজ বলছে তারা,
দিনের সফেন নীল আকাশে, আমিই জেনো ধ্রুবতারা
এক আকাশে একইভাবে, থাকবো আছি ঠিক তেমনই,
ঋতুর টানে সময় হারা, যতই কালো হোক যামিনী
চোখ খুললেই আকাশ বুকে, আমায় পাবে ঠিক এমনই
তোমার দুচোখ ক্লান্ত কেন, অবিরাম বাদলধারা
তোমার আকাশ নীল, তবু যে মালতী সন্ধ্যাতারা
তোমার পথের দূয়ার দ্বারে, একলা সাজা আকুল রবে
দূর হতে দূর মিলিয়ে দিয়ে, বাউল পাগলপারা
তোমার শরীর বক্র কেন, মাথা অবনত
শুনছো নাকি জীবন গানে, বৃষ্টি অনাগত
চোখের বাদল অশ্রুধারায়, বৃষ্টি দিতে পারি,
যদি বল তোমার জন্যে বৃষ্টি হতে পারি
প্রবল জেনো সে বরষায়, আমি হার মানি
যত দুঃখ পাবে তুমি, আমার পবন বেগে,
সরিয়ে দেবে বাদল সে মেঘ, শুধু তোমায় ভালোবেসে







To view this content you need to download and install Avro Keyboard. The link is given below- 






1 comment:

  1. চোখের বাদল অশ্রুধারায়, বৃষ্টি দিতে পারি,
    যদি বল তোমার জন্যে বৃষ্টি হতে পারি।

    bah, mon chuNye gelo..............

    ReplyDelete