Monday, 16 January 2012

Muhurtora by Soumya Chakraborty


।। মুহূর্তরা ।।
~ সৌম্য চক্রবর্তী ~

একে একে নেমে আসে নীচে, বিস্মৃতির সিঁড়ি ভেঙ্গে
প্রত্যেক পদক্ষেপে ছলকে ওঠে নৈশব্দ
একের পর এক স্মৃতির পলকে জীবাশ্ম হয়ে ওঠে বিগত মুহূর্ত
আর বিক্ষিপ্ত অনুভুতিরা,
ঝরে পরে আবেগ আছড়ে পরে ছিটকে আসে গাল বেয়ে
আর পলাতক কিছু মুখচোরা শব্দেরা
স্নান করে আত্মাভিমানে
স্থান বদলের পালা চলে নিরন্তর
তাই আজ আমি কবিতায় অকবির নামান্তর


1 comment: