Monday, 16 January 2012

Prem Ki by Piyali Das


।। প্রেম কি তাহা কে বা জানে ।।
~ পিয়ালী দাস ~

কতবার কতভাবে, বুঝিতে চেয়েছিনু তারে
         পথে ঘাটে কিংবা মনের গভীর তটে।
আসা কাছাকাছি, হাঁটা পাশাপাশি
         চোখে চোখ, হাতে হাত।
         বাক্যি সরে না মুখে।
নাকি, একটু হেসে বুঝিয়ে দেওয়া
         তোমার পাশে আছি।
এই কি প্রেম?
----ভাবে একটি মেয়ে, একাকী।
                                            
বিরহের আগেই যে ভাবায়
         আবার কবে দেখা!
একটুখানি আদর তব
         লুকিয়ে সামলে রাখা।
সেই কি প্রেম?

নাকি ছলছল চোখে স্মিত ঠোঁটে
         তাকে বিদায় দেওয়া,
যখনই সে চাইবে যেতে
         ছারিয়ে মনের মায়া?
ভাবা হয় না শেষ।
তারই আগে প্রেম এসে শুধোয়,
         হ্যাঁ গো একলা মেয়ে?
হবে কি আমার পথের সাথী,
         প্রেমের গান গেয়ে?
তারপর সবই গল্প।।

একদিন জোছনাতে, কোন এক নদীর তীরে,
         হাতটি ধরা ছিল হাতে।
প্রেমের চোখে সে দেখেছিল নিজেরই প্রতিচ্ছবি।
বোঝেনি কখন মনের আড়ালে
         বেড়ে ওঠা এক দুরন্ত বাসনা
         ভাষা পেয়েছিল তার চোখে।

কেমন করে যেন বুঝেছিল প্রেম
         --প্রেমের মানুষটি।
তা সে নিজেও জানে না।
তার অস্থির ওষ্ঠাধর
         গভীর শাসনে করেছিল নিবৃত্ত;
         যেন এক অচেনা মায়াধর।

বুঝল সে মেয়েটি।
সংজ্ঞাহীন প্রেমের অব্যক্ত রহস্য।
বাসর জাগা পাখির মত
সেও রইল জাগা, অনেক দিন ধরে।

তারপর এল সময়ের তরবারি।
         যেতে হবে অনেক দূরে।
হয়ে রইল তারা দু’টি পৃথক ছবি।

প্রেম দিয়েছিল আশ্বাস—
আসব ফিরে তোমার কাছে
         যত পারি তাড়াতাড়ি।
তুমি আছ, থাকবে আমার
         এই আশাতেই সুদূরে দিলাম পাড়ি।

দিন কাটে তো কাটে না রাত।
রাত কাটে তো কাটে না সময়।
চিঠি লেখাও হচ্ছে অনেক কম।

প্রেম ভাবে,
         সে আছে কাজে ডুবে।
         হয়ত হয়নি সময় চিঠি লেখার।
         কিংবা, কাজ ভুলেছে রাণার।
একদিন ফিরল সে দেশে।
         দেখল মেয়েটি হাসল শুধু
কিন্তু বড় ক্লেশে।

গাঢ় স্বরে বলল প্রেম,
         কি গো আমার সাথী,
         কেমন করে কাটত দিন
         বিহনে প্রেম বাতি?

নিরুত্তর মেয়েটির মুখে
         তখন কথা সরে না।
অনেক পরে সে বলে,
         “আমি ছিলাম না একলা।

“প্রেম ছিল মোর মনে,
         প্রেম ছিল মোর পাশে।”
হায়রে নির্বোধ প্রেম,
         সে ভাবে, সেই ছিল তার সাথে।

ফেরার পথ ধরলে মেয়েটি
প্রেম দিয়ে ওঠে বাঁধা।
“একটু থাকো আমার পাশে,
         কতকাল পরে দেখা”।
ভ্রুকুঞ্চনে মেয়েটি বলে,
         “প্রেম চিনেছি আমি।
         অপেক্ষায় রয়েছে সাথী,
         থাকতে পারব না।
শুধু বলতে এলাম,
         মোদের সময় হয়েছে শেষ,
         আর দেখা হবে না।”
চলে যায় সে।

বসে থাকে প্রেম তখনো পথপাশে।
চেয়ে দেখে, চলে গেছে মন
         কখন অন্য মনে।
চোখের জল ও তখন কম পরে।

পরের দিন রাতে প্রেম
একটি চিঠি লেখে।
“প্রিয়তমা, তোমারে লিখিছিনু।
বুঝনা ভুল, বলব না এস ফিরে।
শুধু একটি কথা।
বলেছিলে তুমি,
         প্রেম কি বস্তু, ইচ্ছা ছিল তাহা জানিবারে।
আজ প্রেম চিনিলে তুমি,
প্রেম চেনার মিথ্যা অহঙ্কারে।”

2 comments:

  1. Hmmmmm,............
    prem baro madhur, kabhu kache, kabhu sudur........

    besh laglo..........

    ReplyDelete
  2. "আজ প্রেম চিনিলে তুমি,
    প্রেম চেনার মিথ্যা অহঙ্কারে।”

    Asadharon line..

    ReplyDelete