।। মহাকাব্য ।।
~ দেবাশিষ
সেন ~
পূর্ণিমার চাঁদ আকাশের গায়ে
লিখে রেখে যায় অন্ধকারের কবিতা।
গৃহস্তের উঠানে তখন
নৃত্যরত জোনাকির দল,
অদূর শ্মশানে পরে থাকা
আধপোড়া লাশের মুণ্ড নিয়ে
খেলা করে কিছু শেয়াল শাবক,
মাঝেমধ্যে হুক্কা-হুয়া রবে
জানান দেয় তাদের উপস্থিতির কথা।
মৃদু কান্নার রোল ভেসে আসে
উত্তুরে হাওয়ার হাত ধরে,
সঙ্গে বয়ে আনে বারুদের গন্ধ
আকাশ থেকে খসে পরে
একে একে কবিতারা।
ঘুম ভাঙা চোখে অতি সন্তর্পণে
দুটি কচি হাত আশ্রয় দেয় তদের
সৃষ্টি হয় এক অদ্ভূত মহাকাব্য,
যে মহাকাব্যের গা বেয়ে ঝড়তে থাকে
শোণিত ধারা।।
khub sundor,eki style e.
ReplyDelete