Tuesday 17 January 2012

Ahoban by Sumana Bhattacharya


।। আহ্বান ।।
~ সুমনা ভট্টাচার্য্য ~

আমার মন প্রজাপতি, সেই উপবনেতে যেতে চায়,
যেখানে ফুল-কুঁড়িরা, শুধু তোমার সূরভি ছড়ায়,
রোজ তোমার চিঠির খোঁজ করি মেঘ পিওনের কাছে,
যদিও জানি তারা দিয়ে চিঠি লেখো আকাশের মাঝে,
সেই চিঠিগুলো সবাই পড়ুক চায় না কখনো মন,
চাই আমি এমন চিঠি যা থাকবে একান্ত গোপন,
প্রতি জনমেই আমাদের যে এইভাবে দেখা হয়,
তাই আমাদের একে অপরকে এতো চেনা চেনা মনে হয়,
তোমার ভ্রমর কালো চোখ আর মুক্তো ঝরানো হাসি,
স্বপ্নীল চোখের উজান-ভাটিতে বারবার ভাসি,
এই পূর্নিমা কাটালাম একাকিনী বিরহিণীর বেশে,
পরের পূর্নিমা তে এসো অবশ্যই যে চাঁদের দেশে,
মহুলের মাতাল নেশায় জড়ানো মাদল বাজা রাতে,
যাবো প্রেমের নদী থেকে ভালোবাসার মোহোনার পথে,
আমার খয়েরী চোখ বলবে যত সব না-বলা কথা,
আমার কুঞ্চিত কেশ বলবে যেয়ো না অন্যথা,
আমার বাম অধরের তিল দেখতে চায় যে তোমাকে,
তোমার চিবুকের নিচের কাটা দাগ কি ডাক পাঠাবে?









To view this content you need to download and install Avro Keyboard. The link is given below- 









Suveccha Barta

শুভেচ্ছা বার্তা


         “বৈশাখ থেকে চৈত্র” সব মাসেই বাঙ্গালিদের কোন না কোন উৎসব থাকে, কিন্তু আশ্বিন মাস এলেই বাঙ্গালী মনে একটা আনন্দের নতুন মাত্রা দেখা যায়, দুর্গাপূজা। নতুন নতুন জামাকাপড়ের সাথে সাথে বই এর দোকান গুলোতেও ভিড় চোখে পড়ার মত থাকে। অনেক পাঠকপাঠিকাই বসে থাকেন তাদের পছন্দের লেখক বা লেখিকার লেখা পড়ার জন্য। কিন্তু এমন কিছু মানুষজন আছেন যারা ভাল কবিতা লেখেন, ভাল ছবি আঁকেন, কেউ কেউ আছেন ভাল ছবি তোলেন কিন্তু পেটের তাগিদে তাদের অন্য কোন পেশাতে নিযুক্ত হতে হয়েছে। “ফিনিক্স পুনরুদয়” সেই সকল মানুষ কেই তুলে ধরতে চেয়েছে সকলের কাছে। আর তার প্রকাশ ঘটেছে ১০ই আশ্বিন, ১৪১৮ তে আমাদের  ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হবার সাথে সাথে। ম্যাগাজিনের সাথে সাথে দেশে এবং বিদেশের অনেকেই আমাদের ব্লগ পরিদর্শন করেছেন।

        আমরা যখন এই ম্যাগাজিন প্রকাশ করব বলে ঠিক করি তখন আমাদের সদস্য সংখ্যা খুব কম ছিল, প্রথম সংখ্যা প্রকাশের পর অনেকেই তাদের ভালোবাসার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, তাদের ভালবাসা, ভাললাগার চাহিদার জোরেই আমরা গত ৮ই কার্ত্তিক, ১৪১৮ তে  আমাদের ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশ করতে পেরেছি। প্রথম সংখ্যার মতই এটিও ছিল সব রকমের মনোরঞ্জনকারি উপাদানে ভরপুর এবং এটিও খুব দ্রুত সবার মন জয় করেছে।

        আপনাদের সহযোগিতা, ভালবাসা আর ঐকান্তিক চাহিদা পূর্ণ করতে আমরা ১লা মাঘ ১৪১৮ তে আমাদের ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা আপনাদের হাতে তুলে দিতে চলেছি। আশাকরি প্রথম ও দ্বিতীয় সংখ্যার মতই তৃতীয় সংখ্যাটিও আপনাদের মন জয় করবে।

        সকলকে জানাই ইংরাজী নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভাল কাটুক এই কামনা করি।




                                            ~গার্গী দাস   
     


শুভেচ্ছা বার্তা


বাস্তব এই জীবনে আমরা অনেক একান্ত ভালোলাগার আর ভালবাসার কিছু হারিয়ে ফেলি আবার নতুন করে পাই অনেক কিছু। কিন্তু যখন পাওয়া সব ভুলে আমরা খুঁজে ফিরি আমাদের হারিয়ে যাওয়া সব, তখনি আমরা খুঁজে পাই আমাদের সকল প্রতিভা, যেগুলো হয়ত পরিস্থিতি আর পরিবেশের চাপে হারিয়ে যাচ্ছিলো। স্কুল আর কলেজে স্বাধীন সময়টুকু সঠিক ভাবে হয়ত আমরা ব্যাবহার করতে পারিনি অনেকে, পারিনি পড়াশোনার বাইরে নিজেকে অন্যভাবে প্রকাশ করতে, কিন্তু প্রতিভা চাপা থাকেনা আর থাকতে পারে না। কোন না কোন সময় বা কোথাও না কোথাও তার প্রকাশ পাবে একদিন। আজকালকার এই সোশ্যাল নেটওয়ার্ক এর দুনিয়ায় সেই সকল প্রতিভা মুক্তি ও বিকশিত হতে চায়। তেমনি সকল প্রতিভা আর প্রতিষ্ঠিত লেখনী প্রতিভার সমন্বয় ঘটিয়েছে এই ম্যাগাজিন। আগামী দিনে শিল্প-সংস্কৃতির মহীরুহ হয়ে প্রকাশ পাবে এই ম্যাগাজিন আর প্রতিষ্ঠিত হবে ওই অচেনা লেখকগন (যারা নিজেদের কাজের ফাঁকে, পরিবারের জন্য বরাদ্দ সময় ও নিজের বিশ্রামকে উপেক্ষা করে এই ম্যাগাজিনের জন্য লিখেছেন) এমন আশা আকাঙ্খা রইল। এই ম্যাগাজিন নির্দিষ্ট সময়ান্তর প্রকাশ করার জন্য সম্পাদকগন যেভাবে রাতদিন ভুলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ভিন্নস্বাদের পাতাগুলো উপহার দিচ্ছেন তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। এই ম্যাগাজিনের পরিকল্পনা ও প্রকাশ করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন এবং পাঠককুলের কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকব।

এই ম্যাগাজিন সার্বিক সফলতা ও জনপ্রিয়তা অর্জন করুক এই শুভকামনায় সবার সঙ্গে আমিও। 


                                                           ~অরূপ আচার্য্য





To view this content you need to download and install Avro Keyboard. The link is given below-




Monday 16 January 2012

Sesher Kotha


*পাঠক পাঠিকাদের কেমন লাগছে আমাদের এই ম্যাগাজিন তা লিখে জানান। আপনাদের কাছে যদি কোন নতুন সাজেশন থেকে তাও আমাদের মেল আই.ডি phoenix.punoruday11@gmail.com -তে লিখে জানান আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

এছাড়াও পরের সংখ্যার জন্য আপনাদের লেখা গল্প, কবিতা, আঁকা ছবি ইত্যাদি পাঠিয়ে দিন আগামী  ১৫-ই মার্চ, ২০১এর মধ্যে ঐ একই মেল আই.ডি তে। 

*আমাদের পরের সংখ্যা প্রকাশিত হবে আগামী ১-লা বৈশাখ, ১৪১ ( ইং 14-ই এপ্রিল, 2012)

বহু প্রবাসী বাঙ্গালী আমাদের এই ম্যাগাজিন ব্লগ এর মাধ্যমে পড়ছেন। এবং পাঠকের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আপনারাও আমাদের এই ব্লগ থেকে ম্যাগাজিন পড়তে পারেন এবং ফেসবুক, টুইটার ও গুগল+ এর মাধ্যমে শেয়ার করতে পারেন। 


যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই ম্যাগাজিন প্রকাশিত হল

তাঁদেরকে জানাই

কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা




এডিটিং :- রাজ(আননোন), অতনু আচার্য্য, অরূপ আচার্য্য প্রসূন ঘোষ
কভার পেজ ডিজাইনিং :- তন্ময় ব্যানার্জী
উপদেষ্টা মণ্ডলীঃ- দেবাশিস সেন, সুমনা ভট্টাচার্য্য, গার্গী দাস তন্ময় ব্যানার্জী
মূল ভাবনা:- মদালসা বোস
পেজ মেকিং এবং ডিজাইনিং :- বিজন প্রামানিক, অতনু আচার্য্য তন্ময় ব্যানার্জী



Magoj Mitar by Gargi Das


মগজ মিটার




কুইজ

১। জাপানের রায়ুকু দ্বীপে কোন মার্শাল আর্টের জন্ম হয়েছিল?
২। কোন দেশের  বিরুদ্ধে মুরলীথরন তাঁর শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন?
৩। উইন্ডোজ এক্স পি – তে ‘এক্স পি ’ কথাটি কিসের সংক্ষিপ্ত রুপ ?
৪। অর্জুন অটওয়াল নামটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
৫। সাইনা নেহওয়াল – এর প্রশিক্ষক ও একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়কে তিনি ?

সুডোকু











এখানে  ৯ টি ঘরের একটি বর্গক্ষেত্রে ১ থেকে ৯ এর মধ্যে কিছু সংখ্যা বসানো আছে ফাঁকা ঘর গুলোতে তোমাদের বাকি সংখ্যা এমনভাবে বসাতে হবে, যাতে পাশাপাশি এবং উপর - নীচে  কোনও  লাইন এ, এমনকি, ছোট ছোট বর্গক্ষেত্র গুলোর মধ্যে ১ থেকে ৯ এর মধ্যে কোন ও সংখ্যা যেন দু' বার না বসে

~~গার্গী দাস~~



কুইজের উত্তর ও সুডোকু এর সমাধান আগামী ১৫ই মার্চ’ ২০১  তারিখের মধ্যে আমাদের মেল আই.ডি- phoenix.punoruday11@gmail.com –তে পাঠিয়ে দিন। প্রত্যেক বিভাগের প্রথম তিনজন সঠিক উত্তর দাতার নাম পরের সংখ্যায় ঘোষণা করা হবে।



v আগের সংখ্যার কুইজ এর উত্তরঃ ১) জওহরলাল  নেহেরু, ২) আইসল্যান্ড, ৩) নরমেন আরনেস্ত বোরলগ, ৪) জুডোগি, ৫) মাদ্রিদ

v আগের সংখ্যার ধাঁধাঁ এর উত্তরঃ ১) বিরক্ত, ২) বিদেশ, ৩) গতর, ৪) হয়রান

v আগের সংখ্যার শব্দছক এর সমাধানঃ


প্র
জ্ঞা


দা

কা
রা
 কা

 

ব্দ
জা






তী

তা

দা
মা
লি



তা
মা

 
ন্দ্রা


সঠিক উত্তরদাতার নামঃ সুদীপ্ত ঘোষ, সোনালী মুখোপাধ্যায়