Saturday, 14 April 2012

Kobita: Swapno by Debasis sen


স্বপ্ন
দেবাশিস সেন

ভাবনা আমার
চিলেকোঠার অন্ধকারে
নিওন আলোয়
স্বপ্নডানা মেলল ধরে ।

হৃদয় জুড়ে
রাতপাখিদের আনাগোনা
তারই মাঝে
তোকে নিয়ে স্বপ্ন বোনা ।

ইচ্ছে আমার
মাতাল হাওয়ার সঙ্গী হয়ে
হৃদয়ে তোর
তুলল ঝড় প্রবল বেগে । 

উড়লো ধুলো
পড়লো খসে পাখির বাসা
দুটি হৃদয় 
মাতলো খেলায় সর্ব্বনাশা ।

বৃষ্টি হয়ে
ঝরলাম তোর আদুল গায়ে
চুমলাম তোর
লাজে রাঙা দুটি পায়ে ।

আঁধার রাতের
স্বপ্নগুলো ব্যাক্তিগত
রাত পোহালে
হৃদয় মাঝে গভীর ক্ষত ।।












Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment