Saturday, 14 April 2012

Agneogiri by Sumana Bhattacharya


আগ্নেয়গিরি
সুমনা ভট্টাচার্য্য


বিগত প্রতি জন্মের
প্রতি বসন্তে
জমেছে অনেক স্মৃতি
যেন শুকনো পাতা রাশি রাশি
যাকে সিক্ত করেছে
মাঝরাতের ঘুমভাঙ্গা অশ্রু
যখন কাঁদায়
অপমান লাঞ্ছনা বেদনা

ফাঁকে-ফোঁকরে আছে মুক্তো
ঝরেছে যা হাসির সাথে
ভালবাসার কথা বলেছিল যখন আদম
অথবা রাম করেছিল হরধনু ভঙ্গ
বা জহর ব্রতে যেতে হয়নি যেদিন
সন্মান রক্ষা করেছিলাম ঝাঁসিতে
সহমরনে যাইনি যেদিন
প্রবেশ করেছিলাম বেথুন স্কুলে

সব জমা ছিল
মিতবাক অন্তরে
বারবার সয়েছি চাপ
তবু হইনি পরাজিত
সেই আগ্নেয়গিরি আজ মুক্ত
গলগল করে লাভার স্রোত
ছড়িয়ে যায়
কলম তুলি বেয়ে
কাগজে ইজেলে











Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

2 comments:

  1. Sumana tomar lekha niye bolbar spordha je amar nei. tabu boli darun.............

    ReplyDelete