Saturday 14 April 2012

Kanchenjungha by Tanmoy Banerjee


কাঞ্চনজঙ্ঘা
তন্ময় ব্যানার্জী


দূরে নিল আকাশের নিচে
দেখছি নিজের স্বপ্ন কে...
দাঁড়িয়ে আছে আমার দিকে
তাকিয়ে সে এক দৃষ্টিতে...

লাজুক বড়, সত্যিকারের
মুখ ঢেকে নেয় ঘোমটাতে...
অনেক ধৈর্য ধরলে পরে
উকি দিয়ে যায় হাঁসি ছুঁড়ে...

ভোরের আলোয় সোনার ঝলক,
দিনের বেলায় রুপার ফলক।
রুপের দেমাক বড্ড যে তার
দেয় না দেখা সবাই কে...

গিয়েছি আমি তার কাছে,
অনেকটা পথ পেরিয়ে...
হইনি আমি নিরাশ সেদিন
দিয়েছে যে মন ভরিয়ে।

ফেরার ইচ্ছে নেইযে মোটেই
ফিরতে তবু হবেই ঘরে।
আসব ফিরে তোমার তরে
সেদিনও নিও আপন করে।।









Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment: