ভূমিকায়
তোমাকে রাখলাম
অরিত্র
ব্যানার্জী
কেন
ভুলবো না
আমরা আমাদের,
বলতে
পারো?
জল
আলো এই
নক্ষত্র পতনের
অনেক পড়ে
মনের
রসনার প্রলোভনে,
পরিত্যক্ত
ঈশ্বরভূমিতে
বৈদিক
মন্ত্রোচ্চারণে
সংখ্যাধিক মলমাস
তসনস করে
ফলের
ঘ্রাণে মৎস্য
রাণীর পিছু
ছুটে
সমাধা
করি এই
রৌদ্র সফর;
এখন সমাজের
একপেশে
অবতলে
আমি আর
ঊর্ধ্বতলে রাত
এবং নিশীথের
বন্ধুত্বের
মত তোমার
অবস্থান;
আমাদের
এই প্রেম,
দীর্ঘতম
এক উদ্বাস্তু
যাত্রা
সময়ের
সংকীর্ণতার মধ্যে
তোমার বিবর্তিত
রাগের প্রতিফলন,
এবং
সর্বাধিক
নিষিক্ত ব্যাধির
লক্ষন নিয়ে
প্রতিশ্রুতি ভঙ্গ,
মনে হয়
প্ল্যাটফর্ম
ফাঁকা করে
এগিয়ে যাওয়া
সেই
ট্রেন ফিরবার
প্রতিশ্রুতি রাখবার
মত, কোন
সূর্যের
ঈশারা
পেতাম, যেখানে,
তোমার
এই একুশে
বেলা
আর
আমি সমস্ত
হাটবাজার শেষ
করে, ফসলের
উৎসবের দিকে
কে
ডেকেছে না
ডেকেছে সে
সব ভুলে
পরস্পর,
পরস্পরের
দিকে আর
ক্ষনিক
এগিয়ে
আসতে আসতে
ভুলে
যেতাম সময়ের
সমস্ত গর্বিত
অপরাধ।।
Download and
install Avro Keyboard to view the contents.
Mail us to
phoenix.punoruday11@gmail.com
for pdf version of this Magazine.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
No comments:
Post a Comment