সবজান্তা (Quiz)
তন্ময় ব্যানার্জী
১. গীতিকার হিসেবে গুলজারের প্রথম সিনেমার নাম কি?
২. জামাইকার রাজধানীর নাম কি?
৩. সিমপ্লন পাস দ্বারা কোন দুই দেশ যুক্ত?
৪. কনুই-এ যে আস্থিগুলি একসাথে যুক্ত তাদের নাম কি?
৫. কলকাতায় “ত্রৈলোক্য মহারাজ রোড” কি নামে পরিচিত?
কুইজের উত্তর আগামী ৩১- এ মার্চ, ২০১৩ তারিখের মধ্যে
আমাদের মেল আই.ডি –তে পাঠিয়ে দিন।
আমাদের মেল আই.ডি-
phoenix.punoruday11@gmail.com
গত সংখ্যার (কার্ত্তিক-পৌষ, ১৪১৯) কুইজ এর উত্তরঃ
১। মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় পাখি এটি। প্রেসিডেন্টের সিলমোহরেও থাকে পাখিটির ছবি । কোন পাখি? - ব্লড ঈগল
২। ইবন বতুতায় বর্ণনায় কোন ফলের উল্লেখ পাওয়া গিয়েছে “মোগাদিশু” নামে? - আম
৩। কোন পাখির ঝাঁককে ইংরেজিতে “পার্লামেন্ট” বলা হয়? -পেঁচা
৪। মহাকাশযান ‘ডিসকভারি’ ১৯৯০ সালে এটিকে মহাকাশে নিয়ে গিয়েছিল। কোন জিনিস? - হাবল স্পেস টেলিস্কোপ
৫। এদের মধ্যে কোনটি মাংসাশী ডাইনোসর নয়- স্টেগোসরাস, স্পিনোসরাস, না জাইগাণ্টোরাস? - স্টেগোসরাস
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
No comments:
Post a Comment