Friday, 15 February 2013

Magoj Mitar

সবজান্তা (Quiz)
তন্ময় ব্যানার্জী


১. গীতিকার হিসেবে গুলজারের প্রথম সিনেমার নাম কি?
২. জামাইকার রাজধানীর নাম কি?
৩. সিমপ্লন পাস দ্বারা কোন দুই দেশ যুক্ত?
৪. কনুই-এ যে আস্থিগুলি একসাথে যুক্ত তাদের নাম কি?
৫. কলকাতায় “ত্রৈলোক্য মহারাজ রোড” কি নামে পরিচিত? 



কুইজের উত্তর আগামী ৩১- এ মার্চ, ২০১৩ তারিখের মধ্যে 
আমাদের মেল আই.ডি –তে পাঠিয়ে দিন। 
আমাদের মেল আই.ডি- 
phoenix.punoruday11@gmail.com


গত সংখ্যার (কার্ত্তিক-পৌষ, ১৪১৯) কুইজ এর উত্তরঃ
১। মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় পাখি এটি। প্রেসিডেন্টের সিলমোহরেও থাকে পাখিটির ছবি । কোন পাখি?  - ব্লড ঈগল
২। ইবন বতুতায় বর্ণনায় কোন ফলের উল্লেখ পাওয়া গিয়েছে “মোগাদিশু” নামে? - আম
৩। কোন পাখির ঝাঁককে ইংরেজিতে “পার্লামেন্ট” বলা হয়? -পেঁচা 
৪। মহাকাশযান ‘ডিসকভারি’ ১৯৯০ সালে এটিকে মহাকাশে নিয়ে গিয়েছিল। কোন জিনিস? - হাবল স্পেস টেলিস্কোপ  
৫। এদের মধ্যে কোনটি মাংসাশী ডাইনোসর নয়- স্টেগোসরাস, স্পিনোসরাস, না জাইগাণ্টোরাস? - স্টেগোসরাস







Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment