Friday 15 February 2013

Anyo Kothao by Jay Bhattacharya


যাও অন্য কোথাও
জয় ভট্টাচার্য

অন্য কোথাও দাঁড় টানি; তৃণভূমে বা বধ্যভূমে-
প্রাচীন অচিন পাখী ফিরে আসে কবিতার পঙক্তি হয়ে।
যাও পাখী, অসময়ে এসো না...
এসো না, স্বপ্নদ্বিপ্রহরে অরণ্যের ছায়াঘেরা
শুখনো পাতাঝরা ভিজে মাটির ওপর।
এখানে মুকুল ঝরে পড়ে অশান্ত হাওয়ায় !
আমার শহর বেয়ে, মলিন ধ্বংসস্তূপে,
উড়ালপুলের ডানা মেলে, কঙক্রীটের ছাতার নীচে,
অলক্ষে বিবর্তন ঘটে যায় রুগ্ন চাঁদের পিঠে।
পাখা মেলে উড়ে চলে যাও অন্য কোথাও...
উড়ে এসে এ-মাটিতে ব'সো না... ব'সো না...


Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment