Friday, 15 February 2013

Mon Kharaper Kobita by Suvendu Debnath


মন খারাপের কবিতা
শুভেন্দু দেবনাথ

আঁচল পাতছে জন্মান্তর শরীর
ঘরময় উড়তে থাকে মনখারাপের ছেঁড়া পাতা
যা কিছু ব্যক্তিগত এই নীল খামে রাখলাম
... পারা উঠে গেলে আয়নায় আয় থাকেনা
হাতে হাত দিয়েই দেখো
কেমন করে কাঁচের দেয়ালে প্রতিক্রিয়ারা
ক্রমশ ভাবনা হয়ে জাগিয়ে রাখছে ক্যানভাস
আঁচলে হাত মোছার অভ্যাস চলে গেলে
অপেক্ষার প্রবনতায় শার্টের কলারে ন্যাপথলিনের গন্ধ
অতিরিক্ত আলো ছায়ায় হলুদ ডেকে আনছে
উৎপত্তি খুঁজে ঝড় জেনে যাবে বহুদূর চৌকাঠ ভাঙন
কংক্রিট পাঁজরের গোপন ইশারায়
রোয়ানো শিকড় থেকে জেগে থাকা নিরালা প্রান্তরে
জোড়াঘুড়ি চিল হয়ে যায়।।




Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment