Friday, 15 February 2013

Editorial


সম্পাদকীয় ।।


এখন প্রায় রোজই ঘুম ভাঙছে কোকিলের কুহু রবে, ঠাণ্ডা ধীরে ধীরে বিদায় নিতে চলেছে, হিমেল হাওয়ার পরশ জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। ওদিকে পটুয়া পাড়াগুলিতে মাটির কাজও প্রায় শেষ, শেষ মুহূর্তের তুলির টানে অপরূপা হয়ে উঠেছেন দেবী স্বরস্বতী। শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ছাত্রছাত্রী দের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে দেবীর মণ্ডপ তৈরির কাজ, আলপনা, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়াল জুড়ে নানান ধরনের চিত্র অঙ্কনের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু ক্লাব সংগঠনও দেবী স্বরস্বতী আরাধনা করে থাকে। সব মিলিয়ে সাড়া বাঙলা জুড়ে ছোটবড় সকলেই মেতে উঠে বাগদেবীর আরাধনায়।

এই শুভ মুহূর্তের পূর্বে, প্রকাশিত হতে চলেছে আমাদের ত্রৈমাসিক বাঙলা -ম্যাগাজিনফিনিক্স পুনরুদয় ধন্যবাদ জানিয়ে ছোট করবোনা তাদের, ভালোবাসা জানালাম ভালোবাসার বিনিময়ে, যে পাঠক-পাঠিকাদের ভালোবাসায় আমরা আজ উপস্থাপন করতে চলেছি আমাদের ম্যাগাজিনের ষষ্ট সংস্করণ। আরও ভালোবাসা আশা করি আপনাদের থেকে। আপনারা আপনাদের পরিচিত ভাই, বোন বন্ধুদের কাছে আশাকরি ফিনিক্স- কে পৌঁছে দেবেন হাত ধরে। আশা রাখি আপনারাও যোগদান করবেন বিভিন্ন পছন্দের বিভাগ অনুযায়ী। আমরা কেউই বড় আঁকিয়ে, লিখিয়ে বা ছবি তোলায় বিশেষ পারদর্শী নই। যতটুকু সম্ভব চেষ্টা করে থাকে সকল অংশগ্রহণকারীগণ।

শেষে ভালোবাসা জানাই আমার ছোট ভাই, বোন বন্ধুদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের এই -ম্যাগাজিনফিনিক্স পুনরুদয় যাদের বেশকিছু দিনের অক্লান্ত পরিশ্রমে পূর্ণ রুপ পায় আমাদের এই ফিনিক্স পুনরুদয়।

সক্কলের জন্য রইল ভালোবাসা ভালো থাকুন, সঙ্গে থাকুন।।

সম্পাদকমণ্ডলী




Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment