মানুষ
অভিষেক
কুণ্ডু
মানুষ
গিয়েছে বদলে।
তুমি
পাঠিয়েছিলে,
ভালো
করার জন্য,
কিন্তু
মনে ঢুকেছে
বিষ।
যার
বিষাক্ততায় শেষ
হচ্ছে মানুষ,
হারাচ্ছে
মান—হুঁশ।
হুঁশ
হারিয়ে করছে
বেহুঁশ,
এই
পৃথিবীকে।
ছড়াচ্ছে
দূষণ, ফেলছে
ময়লা,
যত্রতত্র।
তখন
কি ভেবে
দেখেছে,
ধরিত্রী
মা-র
কত কষ্ট
হচ্ছে।
সে
তিলে তিলে
যাচ্ছে মরে।
অনবরত
কেঁদে যাচ্ছে
সে।
বাড়ছে
উত্তাপ তার
দেহের।
তাতেই
বিপন্ন হয়েছে
তার,
অস্তিত্ব
রক্ষার চেষ্টা।
‘মান’
না দিয়ে
মানহানির
দণ্ড
হাতে ধরেছে
সে।
মুষ্টিমেয়
মানুষ ছাড়া
সবাই
সুযোগের খোঁজে
ব্যাকুল
প্রত্যাশায় রয়েছে
সবাই
হয়ে উঠেছে
সুযোগ সন্ধানী
হারিয়ে
ফেলেছে মানীর
মান
ফেলেছে
হারিয়ে কর্তব্য।
‘এটা
চাই ওটা
চাই
মায়ের
দিকে চিন্তা
নাই’ ----
এটাই
এখন মূলমন্ত্র
দাঁড়িয়েছে
‘মা’
বলতে গর্ভধারিণীকে
বলছি
যাঁর
দ্বারা আলো
দেখে
তাকেই
যাচ্ছে ভুলে
চিনতে
অসুবিধা হচ্ছে
তাকে।
তারা
পাবে ....... শাস্তি
যা
সহ্য করা
হয়ে উঠবে
দুঃসহ
এই মানুষের
কাছে
সেদিনের
বেশী দেরি
নেই।
সেদিনের
মানুষ,
হারাবে
নিজের মান
পাবে
নিজের হুঁশ।।
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
No comments:
Post a Comment