Friday 15 February 2013

Basonto by Debasmita Sarkar


বসন্ত
দেবস্মিতা সরকার

যখন তোমাকে কষ্ট দিয়েছিলাম,
আমার ভাবনায় তখন
হেমন্তের রঙ লেগেছিল
কখনো খুব ভালোবাসায়
তোমার
চোখের কালোয় হারিয়ে যেতে
ইচ্ছে করত,
আবার কখনো
দূরে গিয়ে দেখার কথা
ভাবতাম
চিন্তাগুলো স্থির রাখতে পারতাম না
তুমি ভাবো
আমায় বুঝি সবার চাইতে বেশি করে চেনো
চেষ্টা করেছিলে,
কিন্তু কোনোদিন বুঝতে পারোনি
জানি আমি অদ্ভুত

একদিন
কচি সবুজের ডালপালায়
শীত-কাঁপুনি আমেজ এসে জমা হল
ঝড়ে পড়া পাতার বেদনার সাথে
সব রাগ
শেষ হল
কুয়াশার পর্দায়
অভিমান আর সহজ জেদটুকু মাত্র
আটকে থাকল
এরপর ধীরে ধীরে
ভালোবাসার
রোদ
একসাথে অনেক রঙ
ঢেলে দিয়ে গেল
মিলিয়ে গেল অভিমানের কুয়াশা

বসন্তের সৌরভ
আবার মাতিয়ে তুলল
তোমাকে আমি পাইনি কখনো,
হারাবো কিভাবে?
পুরনো শেকড় থেকে
নতুন গাছ
গজিয়ে উঠল
তুমি তো আমারই
এই বসন্তই চিনিয়ে দিয়েছিল
ভালোবাসার আকাশটাকে
আরও একটাবার




Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment