Friday 15 February 2013

Kobi Kobitay: Dhire Cholo by Prasun Ghosh

ধীরে চলো
প্রসূন ঘোষ

তুমি কি কখনও দেখেছ নাগরদোলায় ঝুলন্ত বাচ্চাদের খুশীকে,
অথবা চেয়েছ কি রাতের কোলে মুখ লুকোতে যাওয়া সূর্যের দিকে?
কখনও কি এদিক-ওদিক উড়া প্রজাপতির করেছ পিছু-ধাওয়া
অথবা শুনেছ কি বৃষ্টির সশব্দে ধরার বুকে নিজেকে সঁপে দেওয়া?
বন্ধু এবার একটু ধীরে চলো নিজেকে দিয়ো না তুমি ফাঁকি,
সময় বড় স্বল্প, জীবনে জানার অনেক কিছু রইল যে বাকি।

এই যে তুমি প্রতিদিন দৌড়ে চলেছ, ঠিক যেন উড়ছ;
“কেমন আছো?” জানতে চেয়ে, তার উত্তর কি কখন শুনেছ?
দিনের শেষে অবকাশে, ক্লান্ত শ্রান্ত তুমি সমর্পিত তখন বিছানায়
কিন্তু আরও একশো যোজন পরিকল্পনা ঘুরছে তোমার মাথায়।
বন্ধু এবার একটু ধীরে চলো নিজেকে দিয়ো না তুমি ফাঁকি,
সময় বড় স্বল্প, জীবনে জানার অনেক কিছু রইল যে বাকি।

সন্তানকে “কাল করবো” বলে দিয়েছিলে যে প্রতিশ্রুতি
কর্মব্যাস্ততায় মুখ লুকিয়েছ; করেছ নিজেকে মেকি।
বাল্যবন্ধু আর তোমার মাঝে আজ ফারাক পাতাল-আকাশ
কে কেমন আছো জানবার কারোরই নেই কোন অবকাশ।
বন্ধু এবার একটু ধীরে চলো নিজেকে দিয়ো না তুমি ফাঁকি,
সময় বড় স্বল্প, জীবনে জানার অনেক কিছু রইল যে বাকি।

তুমি যখন দিক-বিদিক শুন্য হয়ে ধেয়ে চল লক্ষ্য সম্পাদনে;
পথের মাঝে পরে থাকা হাজারো খুশি, চেয়ে রয় অবাক পানে।
যখন এক-একটা দিন তুমি কাটাও চিন্তা আর ব্যাস্ততার মাঝে
ঠিক যেন ফেলে দাও, না খোলা উপহার ...... ভেবে এটা বাজে।
হার-জিতের কথা ভুলে বন্ধু গতি কমাও, ছেলেবেলার মত বল ‘টুকি’
অনেক খুশী ছড়িয়ে আছে চারপাশে, চলো এবার বাঁচার মত বাঁচি।।



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment