Monday, 16 July 2012

Suveccha Barta


শুভেচ্ছা বার্তা

প্রথমেই আমাদের সকল পাঠক-পাঠিকাদের জানাই অশেষ ধন্যবাদদেখতে দেখতে আমাদের “ফিনিক্স-পুনরুদয়” বাংলা ই-ম্যাগাজিন এক বছর পূর্ণ করলআমাদের পঞ্চম সংস্করণ আপনাদের হাতে তুলে দিতে পেড়ে আমরা আপ্লুতএক বছর পূর্বে যে স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে শুরু করেছিলাম তা সার্থকআর এই সার্থকতার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদসময়ের স্রোতে হারিয়ে যাওয়া যে সমস্ত অনামী প্রতিভাবান শিল্পী, লেখক, লেখিকাদের নিয়ে আমাদের এই ম্যাগাজিন প্রকাশিত করতে সক্ষম হয়েছি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদআর এখন তাঁদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ফোটোগ্রাফি, চিত্রাঙ্কন দেশে বিদেশে যথেষ্ট প্রশংসিত, তা আমাদের অনলাইন ব্লগ দেখলেই বোঝা যায়

এই একটি বছর যেভাবে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক সেই ভাবেই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

ভাল থাকুন, এবং সবাইকে ভাল রাখুন

—মদালাসা বোস

No comments:

Post a Comment