~: কানে কানে :~
জয় ভট্টাচার্য
আজ রাতে যদি বৃষ্টি আসে,
তার কাঁধে হাত রেখে, কানে কানে দুটো কথা বলব...
এক, আমি তোমারই প্রতীক্ষায় আছি দিবা রাত্রি,
দুই, তুমি যে আমায় ভুলে গেছ- তার জন্য তোমার মনে কোনও...?
এর উত্তরে বৃষ্টি কি বলতে পারে, আমি তাও ভেবে রেখেছি-
“আমি তো তোমায় কথা দিয়ে যাইনি, আসবো বলে!”
তা তো দাও নি জানি, কিন্তু যদি দিতেও বা,
রাখতে কি কথা? রেখেছ কি কোনও দিন কোনও কথা?
আকালের দিনে, দগ্ধ হতে থাকা মানুষের মনে?
ফুটিফাটা, চৌচির রুক্ষ মাটিতে দেখ কত হাহাকার!
যেখানে নিহত সবুজ প্রান, লাশ কাটা ঘরে...
তোমার প্রেমে মরে ধুঁকে ধুঁকে, নীল যন্ত্রণা বুকে!
ক্ষত মুখে রক্ত রশ, চুঁইয়ে পড়ছে, তবু তুমি কই...?
আঘাত, সমুদ্রের গভীর তলদেশে...
যেখানে, আদিমতা ছুঁয়ে আছে নিশ্ছিদ্র বন্য অরণ্যে...
তোমার একটু প্রেমের প্রলেপ যদি পেত, ক্ষত মুখ ঠিক ঢেকে যেত...
তবু তুমি নেই তাহাদের মনে...
Download and install Avro Keyboard to
view the contents.
Mail us
to phoenix.punoruday11@gmail.com for pdf version of this
Magazine
valo laglo
ReplyDeletebah, bhalo laglo besh........
ReplyDelete