Tuesday 17 July 2012

Seser Kotha

পাঠক পাঠিকাদের কেমন লাগছে আমাদের এই ম্যাগাজিন তা লিখে জানান। আপনাদের কাছে যদি কোন নতুন সাজেশন থেকে তাও আমাদের মেল আই.ডি phoenix.punoruday11@gmail.com -তে লিখে জানান। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।


কার্ত্তিক-পৌষ সংখ্যার জন্য আপনাদের লেখা গল্প, কবিতা, আঁকা ক্যামেরায় তোলা ছবি ইত্যাদি পাঠিয়ে দিন আগামী  ১৫- সেপ্টেম্বর, ২০১২ এর মধ্যে একই মেল আই.ডি তে।


আমাদের কার্ত্তিক-পৌষ সংখ্যা প্রকাশিত হবে আগামী -লা কার্ত্তিক, ১৪১৯
( ইং ১৮- অক্টোবর, ২০১২)


মহালয়ার দিনে (১৫ অক্টোবর, ২০১২) আমাদের পূজা বার্ষিকী সংখ্যা প্রকাশ করা হবে। পূজা সম্পর্কিত কোন লেখা, ছবি বা কোন তথ্য থাকলে আমাদের পাঠাতে পারেন, এই একই আই.ডি তে। তা আমরা পূজা স্ংখ্যায় প্রকাশ করব।
পূজা বার্ষিকী সংখ্যার জন্য মেইল পাঠানোর শেষ তারিখ-
১৫- সেপ্টেম্বর, ২০১২


পর পর দুটো সংখ্যা অর্থাৎ পূজা বার্ষিকী সংখ্যা কার্ত্তিক-পৌষ সংখ্যা যথাক্রমে ১৫- অক্টোবর ও ১৮- অক্টোবর প্রকাশিত হবে। এই দুটো সংখ্যার জন্য লেখা গল্প, কবিতা, আঁকা ক্যামেরায় তোলা ছবি ইত্যাদি পাঠিয়ে দিন আমাদের মেইল আই.ডি তে।
আমাদের মেইল আই.ডি- phoenix.punoruday11@gmail.com


বহু প্রবাসী বাঙ্গালী আমাদের এই ম্যাগাজিন ব্লগ এর মাধ্যমে পড়ছেন। এবং পাঠকের সংখ্যা প্রায় তিন হাজার। আপনারাও আমাদের এই ব্লগ ফেসবুক, টুইটার গুগল+ এর মাধ্যমে শেয়ার করতে পারেন।  




যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই ম্যাগাজিন প্রকাশিত হল তাঁদেরকে জানাই
কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেছা।


~ মূল ভাবনা ~
মদালসা বোস

~ উপদেষ্টা মণ্ডলী ~
দেবাশিস সেন, সুমনা ভট্টাচার্য্য, গার্গী দাস ও তন্ময় ব্যানার্জী

~ সম্পাদক মণ্ডলী ~
সোমরাজ দেব, অতনু আচার্য্য, অরূপ আচার্য্য ও প্রসূন ঘোষ

~ প্রচ্ছদ ~
তন্ময় ব্যানার্জী

~ রূপায়ন ~
বিজন প্রামানিক, অতনু আচার্য্য ও তন্ময় ব্যানার্জী

~ সমগ্র পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ~
অতনু আচার্য্য


~: 0 :~




Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine





No comments:

Post a Comment