Tuesday 17 July 2012

Brishti Eseche by Barsa Seth


~: বৃষ্টি এসেছে ধরণীতলে :~

বর্ষা শেঠ

মেঘ হতে যখন ঝরে পড়ে বৃষ্টিকনা,
লোকচক্ষুর আড়ালে দাড়িয়ে রয় সিক্তবসনা।।
মন তার আনমনা, খুঁজে বেড়ায়
একজন সঙ্গী, একই ছাতার তলায়।।
পাখীরা ফিরে যায় চিলেকোঠায়,
বা উড়তে না পেরে থেকে যায় চিলেকোঠায়।।
ছেলেরা মাঠে-ঘাটে ফুটবল খেলে;
কেউ মেসি, কেউ মারাদোনা, কেউ বা পেলে।।
পথঘাট জলে থই থই, জনমানব শূন্য
কাগজের নৌকা ভাসে, গলির চেহারা অন্য
কাগজের নৌকা ভাসে, গলির চেহারা অন্য!!!!



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine

1 comment: