Saturday 28 September 2013

Proloyer Ami by Biswarup Dey

প্রলয়ের আমি
বিশ্বরূপ দে

আজ আবার মেঘ করেছে
শহরের আকাশে,
বিন্দু বিন্দু বারি বিন্দু
আছড়ে পড়ছে তপ্ত রাস্তার বুকে
আমার রিক্ত মানব শরীরে।
শীতল জলধি ধারায়
আজ আবার অনুভূত হল
আমার সজীবতা,
আমার আত্মসত্তা।
আজ প্রলয়ের আহ্বানে
মেতে উঠেছে চরাচর- দিগন্ত।
শোণিত জলধি ধারা প্লাবন এনেছে
আমার মাঝে,
আমি আজ প্লাবিত
আমি যে ভাসমান
জীবন নদীর অকুল পাথারে,
অনুসন্ধানী মন প্রশ্ন তোলে
শেষ কোথায়?
বিদ্যুতের আর্তনাদ উত্তর পাঠায়,
নেই... আমার ভেসে চলার অবসান নেই
নেই তার সীমা,
আছি কেবল আমি আর আমার অনন্ত যাত্রা।।



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment