জীবন
তবু
সুদীপ্ত
চ্যাটার্জী
যে আগুনে
ঢেকেছি সব দোষ
সেই
আগুনে পুড়েছি রাত-দিন,
ভালোবাসা
ছিল অন্তরালে
জমানো
কয় শতাব্দী প্রাচীন।
ভোরের
আলো সে-তো তোমার
চেনা,
রাতের
আঁধার গোপন অবক্ষয়,
হাতের
মুঠোয় আকাশ ছিল জেগে
চোখে
ছিল দু-একটা বিস্ময়।
জাপটে
ধরে বুকের কাছাকাছি,
আগলে
রাখা হয়ত কোনো শ্বাস,
স্বপ্নে
যাকে ছুয়েছি রাত-দিন
আপন ভেবে
করেছি বিশ্বাস।
কিন্তু
হটাৎ থমকে থাকে কথা,
স্বপ্ন
যদি ভাঙে কোনো ক্রমে,
হয়ত কোনো
মনের কাছাকাছি,
সমস্ত
প্রেম দাঁড়িয়ে সম্ভ্রমে।
যে আগুনে
ঢেকেছি সব দোষ,
সেই
আগুনেই পুড়েছে ঘর-বাড়ী;
জীবন
তবু ব্যর্থ আস্ফালন,
খোঁজে
আজও গোপন অন্ধকারী
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
No comments:
Post a Comment