Saturday, 28 September 2013

Chhotoder Pata

রাজকন্যা
স্মৃতি বিশ্বাস (অষ্টমশ্রেণী)

রূপকথার এক অপরূপ রাজকন্যে,
থাকত চেয়ে সারাদিন আকাশপানে,
কি জানি কিসের নেশায় কার জন্যে।
সে কি ভাবতো কারোর কথা?
নাকি তার মনে অন্য কোনো ব্যাথা!
তারপর অনেক দিনের পরে
দেখিতে পাইনা আর তারে,
খবর পেলাম দূর দেশের রাজকুমার
নিয়ে গেছে তাকে, চড়ে পক্ষিরাজে তার।
এখন নাকি রাজকন্যে আছে মহানন্দে,
প্রার্থনা করি থাকুক তারা সুখে-স্বাচ্ছন্দে।।


দোলের সাজ
পূজা মণ্ডল (অষ্টমশ্রেণী)

দোলের রঙে রাঙলো মন
দুটি মনের বন্ধু আজ
আমবাগানে বকুল ফুল
মায়াপুরের রঙিন সাজ

দোলযাত্রা রঙের মেলা
আবির রাঙা মন উড়ছে হাওয়ায়
মন ভরিয়ে খেলবো দোল
দোলের রঙে রঙিন ছোঁয়ায়

পিচকারী আর বেলুন গোলা
রঙিন জোয়ারে ভাসল ভেলা
নীল লাল হলদে কালো
রঙে রেঙে কাটলো বেলা।।




Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.
 

No comments:

Post a Comment