সবজান্তা
(QUIZ)
তন্ময়
ব্যানার্জী
আমাদের
ফিনিক্স
পুনরুদয় আজ
দেখতে দেখতে এর দশম
প্রকাশ
করে ফেললো। এবং বলা বাহুল্য
আমরা তৃতীয়
বছরে পদার্পণ করলাম। এবং এই
দুই বছর “সময়”
আমরা একসাথে
মিলে এতদূর এগিয়ে এসেছি। তাই
এই সংখ্যার কুইজ এর বিষয় রাখা
হল “সময়”।
১.
হামিংবার্ড
সেকেন্ড এ কতবার ডানা ঝাপটায়?
২.
একটি
নেংটি ইঁদুর এর হৃদস্পন্দন
সেকেন্ড এ কতবার হয়?
৩.
একটি
বুলেট ট্রেন ১ কি.মি.
পথ
কতক্ষণে যায়?
৪.
চাঁদের
আলো পৃথিবী তে আসতে কত সময়
লাগে?
৫.
সর্বপ্রথম
পেন্ডুলাম ঘড়ি কত সালে তৈরি
হয়?
গত
সংখ্যার (বৈশাখ-আষাঢ়,
১৪২০)
কুইজ-এর
উত্তরঃ
১.
পশ্চিমবঙ্গের
রাজ্য ফল কি?
কাঁঠাল
২.
আচার্য
জগদীশ চন্দ্র বোস কত সালে বি
এ পাশ করেন?
১৯৭৮
৩.
ভোলগা
থেকে গঙ্গা উপন্যাসটি কে রচনা
করেন?
রাহুল
সংকৃত্যায়ন
৪.
পশমিনা
কি?
শাল
৫.
দি
সং অফ ইন্ডিয়া কার লেখা?
সরোজিনী
নাইডু
কুইজের
উত্তর আগামী ২০-এ
অক্টোবর,
২০১৩
তারিখের মধ্যে আমাদের মেল
আই.ডি.
phoenix.punoruday11@gmail.com
–তে
পাঠিয়ে দিন।
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
No comments:
Post a Comment