Saturday, 28 September 2013

Jiboner kotha by Gargi Dam


জীবনের কথা
গার্গী দাম

জীবন’ কথাটা বড়োই ছোট তাই না ?
সত্যি বড় ছোট এ ‘জীবন’,
যেন চোখের পলক ফেলতেই,
কেটে যায় এ জীবন.........
ধারণাটা আসলে আপেক্ষিক বলা চলে
বড়’, ‘ছোট’, ‘সরল’, ‘কঠিন’
জীবনের নানা নাম দেয় সকলে ...

জানি শেষ হবে সকলের জীবন
মনে থাকে ভয় না জানি কখন
জীবনে চলার পথে শুনব মনের কথা না সায় নেব মাথার
মন আর মাথা যেন জীবন পথের দুই ধার
একদিকে খাদ আর আর একদিক সুরক্ষিত
জীবন চলবে মসৃণ হয়ে নিলে মতামত যথাযথ ...
সেই সুরভিত ফুলের গন্ধে বা রসালো ফলের লোভে
কিংবা সুন্দর প্রজাপতি বা রং-বেরঙ্গে ফড়িং
মনে হয় জীবন কত রঙিন……

আবার ফুটপাতের ধারে পরে থাকে জরাজীর্ণ কঙ্কালের মত দেহগুলো
শুধু একটু খাবারের জন্য করে হাহাকার......
মা বাবাহীন অনাথ বাচ্চারা বলো
বা ছেলে মেয়ে থাকতেও অত্যাচারিত বাবা মা,যারা
এক অযাচিত অতিথি ছেলে মেয়ের
এখন কি বলবে জীবন কঠিন?

আসলে সুখ দুঃখ মিশ্রিত সকলের জীবন
আমরা চাই শুধু আনন্দ থাকুক চিরন্তন
কিন্তু জীবন চক্রে দুঃখ, আনন্দ দুটো
ঠিক রাত ও দিনের মতো
দুটোই জীবনের অমূল্য অঙ্গ...
মেনে নিয়ে চললে দুঃখেও হবে না বিব্রত
হোক যতই দুঃখ, আসুক চোখে জল
থেকো হাসি মুখে হারিয়ো না মনের বল...
ফোটাবে হাসি সকলের মুখে
সকল সুখ ও দুঃখে
ভুলে যাবে মনের সব ব্যাথা
জেনে রেখো এই জীবনের কথা...।।



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment