-->
আমার লাটাই
জয়
ভট্টাচার্য
ভরদুপুর
মাথায় নিয়ে ঘুড়ির সুতোয় মাঞ্জা
দেয়া...
কাঁচের
গুঁড়োয় বেসাবধানে হাত কেটেছে...
চোখ
পড়ে যায় প্রৌঢ় দিনেও;
আবছা
দাগ,
গাঢ়
স্মৃতি...
রোদে
ঝলসানো একটু ঝাপসা দৃষ্টি
এখন...
নন্দী
বাড়ির আম বাগানে উড়ে গেলো
পেটকাটি তোর ভো-কাট্টা...
দৌড়ে
গেলাম,
ঘুড়ি
কোথায়!
মাথার
ভেতর অনুরণন গান ধরলো
ভো-কাট্টা,
ভো-কাট্টা...
নন্দী বাড়ির মেজো মেয়ে সবে মাত্র স্কুল ফিরেছে... গা ধুয়েছে...
নন্দী বাড়ির মেজো মেয়ে সবে মাত্র স্কুল ফিরেছে... গা ধুয়েছে...
চিরুনি
মাথায় গান ধরেছে দু'তলার
বারান্দায়...
ভেতর
থেকে নন্দী গিন্নি হাঁক দিচ্ছে-
"লাভলী,
তোর
গায়ে কিছু দে।
হিমেল
হাওয়া,
ঠান্ডা
লাগবে...
ও
সোনা মেয়ে,
মা
আমার..."
কিশোর
ভাবে-
"লাগুক
ঠান্ডা!
আপাতত
নজর লাগা।
ও
সোনা মেয়ে,
এই
সোনা মেয়ে,
এই
লাভলী,
এই
দিকে চা....
একটা
ঘুড়ি লাট খাচ্ছে-
তাকিয়ে
দ্যাখ,
ভো-কাট্টা...
ভো-কাট্টা...!"
হুড়মুড়িয়ে এলোমেলো হাওয়ায় সেদিন মেঘ ডাকলো,
হুড়মুড়িয়ে এলোমেলো হাওয়ায় সেদিন মেঘ ডাকলো,
ঝঞ্ঝা
দিলো,
উড়লো
যত সাতরঙ্গা প্রজাপতি...
লাভলী
তোর যজ্ঞ হলো;
ময়ুরপঙ্খী
ঘুড়ির সাজে আসন পিঁড়ি সাজিয়ে
দিলাম;
বাটি,
গেলাস,
প্রসাদ
দিলাম সাবু দানা,
কাঁচের
গুঁড়ো;
মাঞ্জা
দিলাম ইষৎ নীল-এ...
মনে
রাখিস-
ঘুড়ি,
লাটাই,
মাঞ্জা
সুতো তোকেই দিলাম;
উড়িয়ে
দিলাম সাতরঙ্গা এক ময়ুরপঙ্খী...
ডালা
ভরে ছড়িয়ে দিলাম কিশোর বেলার
অপেক্ষা...
কৈশোরের
সংবিধানে,
অভিমানের
দিনযাপনে
লাভলী
রে তুই যাবি উড়ে ভো-কাট্টা,
ভো-কাট্টা!
লাভলী
তোর মনে পড়ে?
চাটুজ্জ্যে-দের
ছোটোছেলে....
?
প্রথম
দিন,
তোকে
দেখেই
ভো-কাট্টা,
ভো-কাট্টা,
ভো-কাট্টা...
Download and
install Avro Keyboard to view the contents.
Like our
Facebook Page- http://www.facebook.com/phoenix.punoruday
Issssshhhhh, ki sundor!!!
ReplyDelete