Monday, 15 April 2013

Imoner ses chithi by Poushali Paul


ইমনের শেষ চিঠি

পৌষালী পাল চক্রবর্তী

 

তনু,
তোমার আমার সময়ের মাঝে
ব্যবধান আছে
তোমার কাছে
আমার জন্য, আমাদের চেনা
পৃথিবীটা আজ বড়ই অজানা
ভোরের আকাশে উঁকি দিয়ে যাওয়া
শুকতারাটার দিকে ফিরে চাওয়া,
আবছা আলোয় হালকা মেঘের
খুনসুটি আজ অচেনা দেশের
বিড়ম্বনা
ভালো লাগে না
চিঠি পাঠাতে
তোমার ঠিকানা
বালাপোশ গায়ে আবছা ঘুমে
হারিয়ে গেছে
কান্না কমে
সপ্ন দেখা ভুলতে বসেছি
কেন জানিনা আবার হেসেছি
মিথ্যে করে, সত্যি বলছি,
নতুন মোড়কে ক্রমশ চলছি
অচেনা পথে
ডাক দিয়ে ফিরি,
ভুলে গেছি আজ সেই চেনা সিঁড়ি
বন্ধু আমার হাত দুটো ধরে
আজ হতে আরও বহুদিন পড়ে
পারবে বলতে ?

"তোমায় ইমন
একদিন আমি দিয়েছি এ মন,
চলে গেছ তবু আজও মনে পড়ে
তোমার বুকেতে বহুদিন পড়ে
ক্ষত দেখা যায়, বলে ফেলা যায়
কান্না জমে ‌শুকিয়ে গেছে
তোমার অলস হাসি
বলবে চোখেতে চোখ রেখে আজ
বড্ড ভালোবাসি?”
-ইমন



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment