Monday, 15 April 2013

Haikubana by Subhasis Dutta


-->
দেশী হাইকুবানা
শুভাশীষ দও


মাটিতে কান রেখে 
একদিন তুমি বলেছিলে, জান
মাটি কথা বলে
 
# 
চারপাশটা বদলে গেছে
আমরা গেছি বদলে
কড়া নেড়ে পরিচয় দি, আমি আছি
 
#
 বড় অস্থির সময়
এরই মাঝে প্রেম, কবিতা, গান
আমি বেশ আছি
 
#
 ভোরের সকাল, তোমার মুখ আর বুদ্ধমু্র্তি
সব একাকার হয়ে যায়
এত নেশা করেছি আজ...?
 
# 
তোমার পায়ের ছাপ
নিশ্চুপ পড়ে থাকে..

 সকালের শিশির ভেজা ঘাসে

#
 রোজ রোজ কত আর গান শোনা যায়
কত দেখা যায় আকাশ... 

হাতের সব তাস হয়ে গেলে ফেলা

 
#
 জানি আবার আসবে মধ্যরাত্রিটা
ঘুমহীন চোখে অপেক্ষমান
.....ভোর হবেই
 
#
তপ্ত হৃদয়
রাখব কোথায়
সাগর-মাটির হাতছানি আর শুনবো না 
 

#
 তুমি নেই
চোখের সামনে-পেছনে কোথাও
প্রতি পলকে তবু তোমার ঝলক
 

#
নিকষ কালো রাত
অন্ধকার ফালা ফালা করে
বাইকটা চলে গেলো ওইইই দিকে
 

#
যুগের ধুলো ঝেড়ে
কার্তিকের রোদ লাগিয়েছি গায়
পৌষের অপেক্ষায়
 

#
সব আলো নিভে গেলে
অন্য এক আলোর ভুবন জেগে ওঠে
আমার সেখানে প্রবেশাধিকার নেই
 

#
আমরা তো গান হতে পারি
সুর, সেতো সার্বজনীন
গায়কী ঢঙেও তুমি স্বাধীন
 

#
সকালের রোদ
তোমার অনাবৃত বাহু থেকে পিছলে পড়ছে
আমার চোখে
 


(হাইকুজাপানি কবিতার একটি জনপ্রিয় ধারা )



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

2 comments:

  1. Ami onekdin por eta dekhlam....thank u

    ReplyDelete
  2. Anobodyo-- darun ....... 5-7-5 er chhoke likhle eta complete hoye jeto.

    ReplyDelete