Monday 15 April 2013

Mogoj Mitaar


সবজান্তা (QUIZ)
তন্ময় ব্যানার্জী



১) পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি?
২) আচার্য জগদীশ চন্দ্র বোস কত সালে বি এ পাশ করেন?
৩) ভোলগা থেকে গঙ্গা উপন্যাসটি কে রচনা করেন?
৪) পশমিনা কি??
৫) দি সং অফ ইন্ডিয়া কার লেখা?



গত সংখ্যার (মাঘ-চৈত্র, ১৪১৯) কুইজ এর উত্তরঃ
১) গীতিকার হিসেবে গুলজারের প্রথম সিনেমার নাম কি ?
বন্দিনী
২) জামাইকার রাজধানীর নাম কি?
কিংস্টন
৩) সিমপ্লন পাস দ্বারা কোন দুই দেশ যুক্ত?
সুইজারল্যান্ড ও ইতালি
৪) কনুই-এ যে আস্থিগুলি একসাথে যুক্ত তাদের নাম কি?
রেডিয়াস, আলনা ও হিউমেরাস
৫) কলকাতায় “ত্রৈলোক্য মহারাজ রোড” কি নামে পরিচিত?
ব্রাবোর্ণ রোড


কুইজের উত্তর আগামী ৩০- এ জুন, ২০১৩ তারিখের মধ্যে আমাদের মেল আই.ডি. phoenix.punoruday11@gmail.com –তে
পাঠিয়ে দিন।



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

No comments:

Post a Comment