Monday 15 April 2013

Atmokotha by Soumya Chakraborty


-->
আত্মকথা
সৌম্য চক্রবর্তী

ঘন ভালবাসা আর কুয়াশার চাদরে মোড়া ভালবাসার দিনলিপি
আর বাস্তবতার মাঝে থমকে চলা জীবন গাড়ি, 
রাতজাগা পাখির চিৎকারকে সঙ্গ দেয় সপ্তাহ শেষে
মিলন ক্লান্ত স্বামী স্ত্রীর দল
আধপেটা খেয়ে বেঁচে থেকে আর উঠোনে শোয়া শিশু দেখে
খদ্দের পান করে চলে তার মায়ের বিষ থলি
ভালবাসা কি বুঝতে গিয়ে উন্মাদ হয়ে ওঠা যুবক
ঘুরে বেড়ায় উলঙ্গ হয়ে আর
ত্রিফলার বাতিতে লেগে থাকে একরাশ ঘেন্না
আমরা খুঁজিনি ভালবাসার মানে, খুঁজিনি আমরা কেউ কাউকে
গন্তব্য মিলিয়েছিল আমাদের দুজনকে
বাঁধাধরা পথে আমরা হাঁটিনি, পাশে থাকার শপথ ছিল আমাদের
ভালবাসায় আছাড় খেয়ে কেউ চলে বেশ্যাবাড়িতে
আর কেউ আজও খুজে চলে ভালবাসার মানে
জীবন ঘড়ি ঘুরে চলে, রয়ে গেছে সেই ফুচকা
কিন্তু আজ নেই আমার হাত ধরা অবলম্বন
তোমাকে হারিয়ে আমি হতে পারিনি সেই, 
গীটার হাতে বইমেলার আতেল.........
 কারণ আজও আমি চিঠি লেখায় ব্যস্ত,আর আমার কানে বাজে
আই .সি.ইউ থেকে ভেসে আসা তোমার শেষ দুটি লাইন

ভালো আছি, ভালো থেকো
          আকাশের ঠিকানায় চিঠি লিখো......”



Download and install Avro Keyboard to view the contents.
Mail us to phoenix.punoruday11@gmail.com for pdf version of this Magazine.

1 comment:

  1. অসামান্য,আরো লেখা আসুক, শুভেচ্ছা বেটা।

    ReplyDelete